বাজারে প্রথম স্থান দখলের চেয়ে, সেবা দিয়ে মানুষের মনে প্রথম স্থান দখল করতে পারাটা বড় ব্যাপার।যদি আপনার সেবার মান ভালো হয়,তাহলে অবশ্যই আপনি এগিয়ে যাবেন আর ঐ যে এত এত ব্রান্ড বানাতে চান,সেটাও চলে আসবে।
আপনি স্পেসিফিকভাবে সেবার দিকে না তাকিয়ে ১ নাম্বার হওয়া নিয়ে ব্যাস্ত থাকেন তাহলে কোনটাই হবেনা আপনার।