কোনো কাজের হাল ছাড়লে চলবে না। সঠিক প্লানের সাথে আস্তে আস্তে করে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে।
ধরুন আপনি একটি বিজনেস স্টার্ট করেছেন।
সর্বপ্রথম আপনার মাথায় কি আসবে? কিভাবে বিজনেসটা কে আরো বেশি বড় করা যায় জনপ্রিয় করা যায়। এতকিছুর পরও অনেক কাস্টমারের আপনার পণ্যটি তাদের মনের মত হবে না।
তাই বলে তো আর থেমে থাকা যাবেনা। কাস্টমার এর চাহিদা অনুযায়ী প্লান সাজিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে।