লাখ টাকার প্রোডাক্ট আছে কিন্তু সেগুলি সেল করার জন্য হাজার টাকাও নাই।
এই সিনারিওতে আছে এদেশের ৯০% এর বেশি উদ্যোক্তা।অথচ আমাদের সবার আগে ঠিক করা দরকার ছিলো যে, আমি সেল করবো কিভাবে?
কার নিকটবসেল করবো?
তাকে পাবো কিভাবে?
এসব ঠিক না করে নামলে,সেল তো হবেই না।উলটা পুঁজি আটকে যাবে।