ওর ভাগ্য ছিলো সাথে,ওমুকের তো বাবার টাকা ছিলো তাই পেরেছে,এইটা আমার সাথে না হলেই পেরে যেতাম,এইভাবে ব্যাড লাক হলে পারা যায়না।
এই টাইপের কথাগুলি মন থেকে বের করে ফেলুন।কেননা এইগুলি আমাদেরকে পিছিয়ে দেয়।আমাদের মনে রাখলেই চলবে যে,আপনি যদি সত্যিই মন থেকে কোন কিছুকে চান, তাহলে সারা পৃথিবীই আপনাকে সেটি পাইয়ে দিতে সাহায্য করবে।
শুধু চাইতে হবে আর সেই চাওয়াটা মুখের চাওয়া নয়।হৃদয়ে ধারন করে সেটাকে অর্জন করার জন্য সবকিছু করতে চেষ্টা থাকতে হবে।