নঁকশি বেবি কাঁথা কিংবা নরমালি বেবি কাঁথা নিয়ে কাজ করেন অনেকেই কিন্তু বাংলাদেশে কম্পিটিশন অনেক তাই সেভাবে সফল হতে পারছেন না।
এমন বক্তব্য অনেকের আছে কিন্তু এটা থেকে বের হবার উপায় কি? এটা নিয়ে জানার আগ্রহ নাই।
আপনারা তো চাইলেই ডুভেট (Duvet) বানাতে পারেন।যেটি দেশে ও দেশের বাইরে পাঠানো সম্ভব। এটি একটি নরম, ফিলিংযুক্ত কভার, যা সাধারণত ফুলে ওঠে এবং শীতের সময় উষ্ণতা দেয়। এটি কভার দিয়ে মুড়িয়ে ব্যবহার করা হয়।
চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে হবে।নইলে পারবেন কিভাবে?