কিভাবে কাজ করবেন এইটা নিয়ে অনেক ভেবেছেন কিন্তু আপনার কাছে সঠিক উত্তর নাই?এমন যাদের হচ্ছে তারা এই কন্টেন্ট ফলো করতে পারেন। এমন একটি সমস্যা খুজে বের করুন যেটি অনেক মানুষ ফেস করছে। ওই সমস্যা সমাধান করতে পারলেই, লোকজন টাকা দিয়ে কিনে নিবে। সমস্যা সমাধানের উপায়টি অবশ্যই একটু ইউনিক করে করুন। সমস্যা সমাধানের পরে সেই সমাধান সেল করার জন্য একটা সঠিক মূল্য বসান।ইউনিক বলেই কি আপনি যা তা দাম দিতে পারেন না। সলিউশনটি বিক্রি করে যে পরিমান রেভিনিউ জেনারেট হয় তার থেকে কম অর্থ ব্যয় করুন। বেচে যাওয়া অর্থ থেকে ইউটিলিটি বিল ও ট্যাক্স প্রদান করুন। এরপরে নিট প্রফিট ক্যালকুলেশন করুন। নিট প্রফিট কে এক বছর একত্রে রাখুন এবং অবশ্যই চারটি অংশে ভাগ করুন। এই প্রফিট থেকে ২০%-৩০% অর্থ প্রমোশন/মার্কেটিং এ ব্যয় করুন। প্রফিট জমে পর্যাপ্ত পরিমান হলে আরও একটি প্যাসিভ বা নতুন ব্যবসায় শুরু করুন। এই সাইকেল রিপিট করতে থাকুন।