ব্যবসা হলো একটা প্রেম।আপনি যদি এই প্রেমের স্বাদ পেতে চান,তাহলে আপনাকে চরম লেভেলের ইগো বিহীন হতে হবে।হতে হবে ছ্যাঁচড়া,হতে হবে বেহায়া।
আপনার ব্যাক্তিত্ব যেমনই হোক না কেন,উপরে থাকা ব্যাপার গুলি আপনার মধ্যে থাকতেই হবে।নইলে ব্যবসার প্রেমে পড়া সম্ভব না।
আপনার একটা নয় দুইটা কান আর দুইটা চোখই খোলা থাকবে কিন্তু সেগুলি কেবলই ঐ ব্যবসাকে ভালোবাসতে ব্যবহার করতে পারবেন।
অন্যথায়,শুধু লসেই আছি।এইটা বলে সময় কাটাবেন।