জীবনের কোন পর্যায়েই কর্পোরেট লাইফে,কাউকে আলাদা করে প্রাধান্য দিতে নেই।আজ আপনি যাকে আলাদা করে সুযোগ দিবেন,সেই আপনার এই কাজের প্রতিদান দিবেনা।
আজ হয়তো কারো সার্ভিস চার্জ ৫০% কম নিচ্ছেন,আজ হয়তো কারো বিল একটু নিয়মের বাইরে নিচ্ছেন,আজ হয়তো একটু বেশি সুযোগ করে দিচ্ছেন,দেখবেন এই বান্দায় আপনার সম্মান সবার আগে নষ্ট করবে।
ব্যবসা হোক ব্যবসার মত আর ব্যাক্তিগত লাইফ হোক ব্যাক্তি গত লাইফের মত।যারা এটাকে আলাদা করতে পারেনা,তারা বরং দুরেই থাকুক।