“বুদ্ধিমান লোক,জরুরী কাজেই তার জীবন ব্যয় করে।”
– প্লেটো
এই একটা বাক্যের মধ্যেই অনেক বড় ম্যাসেজ আছে।অথচ আমি-আপনি সহ ঠিক কতজন এটা মেনে চলি।অনেকেই হয়তো মেনে চলি বা চলেন।
আমি প্রায় আপনাদেরকে বলি,আপনি ঠিক যে কাজের জন্য সময় ব্যয় করবেন,সেই কাজেই আপনি সফল হবেন নইলে ঐ কাজ নিয়ে আপনি জ্ঞান অর্জন করবেন।
আপনার ব্যবসাতে ভালো ফলাফল কেন আসেনা?
উত্তর- আপনি ব্যবসার জন্য সময় ব্যয় করেন না।
আপনার কাছে ব্যবসায়ীক সকল কাজ এলেই অযুহাত রেডি হয়ে যায়।বিশ্বাস হয়না?
মাসের শুরু তাই পারছিনা, এখন রমজান তাই পারছিনা, মাসের শেষ তাই পারছিনা, ওমুক তারিখে শুরু করবো,ওমুক দিনে শুরু করবো,ওমুক মাসে শুরু করবো,রমজানে সময় পাবোনা তাই অফ রাখছি,ঈদের পরে শুরু করবো,নতুন বছর এলেই সব নতুন করে শুরু করবো,ইত্যাদি।
এই কথাগুলিই প্রমাণ করে,আপনি কোন কাজকে গুরুত্ব দেন।সবাই আসলে গুরুত্বপূর্ণ কাজেই সময় ব্যয় করে কিন্তু দেখার বিষয় হলো- কার কাছে কি গুরুত্বপূর্ণ।