খালি চোখে যা দেখছেন তার সবই বাস্তব নয়
“আক্ষেপ” আর “তুলনা” এই শব্দগুলির সাথে পরিচয় কমবেশি আমাদের সবার।এবং এই পরিচয়ের পর থেকেই সখ্যতাও অনেকের বেশি।
আসলে এই দুইটি শব্দের সাথে সখ্যতা যার যত কম,বাস্তবে তার ভালো থাকার সম্ভাবনা ততই বেশি।
ইদানিং ফেসবুকে আমরা অচেনা অনেক মানুষকে দেখি হয়তো অনেকের পরিবারকেও দেখি।অনেকের মাঝে বিদ্যমান ভালোবাসার বিনিময়টাও দেখি।
এসব দেখে দেখে আবার অনেকেই আক্ষেপও করি একইসাথে তুলনাও করি,কিন্তু বাস্তবে এগুলার খুব কি দরকার আছে?
আমার অন্তত মনে হয়না যে এসব নিয়ে আক্ষেপ করার কিছু আছে।
আসলে ভালোবাসা কিংবা আবেগ এসব সকল মানুষের মাঝেই আছে একটু ভালো থাকতে চাওয়া কিংবা পরিবারকে সময় দিতে চাওয়ার আপ্রাণ চেষ্টাও সকলের মাঝেই আছে বলে আমার বিশ্বাস।
সমস্যার কিছু নেই,মুলত এক এক জনের ভাব প্রকাশের মাধ্যম আলাদা,আর এক এক জনের উপস্থাপন আলাদা।কেউ সামনে বলতে পছন্দ করে,কেউ লুকিয়ে বলতে পছন্দ করে।
কেউ বা আপনাকে সামনে প্রশংসা করেনা কিন্তু বাইরে সবার সামনেই আপনার সুনাম করে,এটাও ভালোবাসা।