উদ্যোক্তাদের নিয়েই যেহেতু কাজ করি,সেটা থেকে একটা ব্যাপার মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়- “আসল উদ্যোক্তারা ব্যাবসা করে সারাবছর আর ঈদ,পুজার মত সিজনে তাদের ব্যবসা হয় অটোমেটিক।
আর সিজন্যাল উদ্যোক্তারা লাফিয়ে বেড়াতে থাকে বিভিন্ন সিজন আসলে।
যারা সারাবছর সমানে কাজ করতে থাকে,একটা সিজনে তাদের বিজনেস দাঁড়িয়ে যায় আর যারা সিজন্যাল তারা কোন সিজনেই পায়ের নিচের মাটি শক্ত করতে পারেনা।
উল্টা এনারা মার্কেট নস্ট করে।