আমার জীবনে আমি সময়কে এতটা মুল্যবান ভেবেছি যে- কোন নেগেটিভ ইস্যুকে নিয়ে ভেবে কিংবা কোন ব্যাপারকে নিয়ে অধিক ভেবে আমি সময়কে নষ্ট করিনি।
যারা আমায় কষ্ট দিয়েছে তাদেরকে নিয়ে ভেবেও সময়কে নষ্ট করিনা,কারন আমি জানি-যারা আমার সাথে চলতে পারেনি,তারা আমার সাথে চলার যোগ্য ছিলোনা।
কে থাকলো,কে থাকলোনা,কে এলো আর কে গেলো এসব নিয়ে ভেবে সময় নষ্ট না করে,Keep focus on your goal আর বাকি সব অটোমেটিক ঠিক হয়ে যাবে।
শুধু নিজেকে ঠিক রাখুন, সৎ রাখুন।