বিজনেস টিপস – ২৬

আপনি যদি বিজনেস অনলাইনে শুরু করেন তাহলে প্রথম থেকেই আপনার আশেপাশে অনেক বিজনেস এক্সপার্ট পেয়ে যাবেন,যারা নিজেদের জীবনে কোন উন্নতি না করতে পারলেও আপনাকে জ্ঞান দিয়ে যাবেন ফ্রি ও পেইড দুইরকম স্টাইলেই।
সেইসকল অনেক এক্সপার্ট এবং একাধারে ব্যাবসায়ীরা এটা মানতেই চান না যে, উদ্যোগ বা ব্যাবসা কিংবা যেকোন কর্মক্ষেত্রেই সফলতা অর্জন করতে গেলে সময় দেয়াটা বাধ্যতামুলক।অনেকেই সময় দিতে চান না, বা আগ্রহ থাকেনা।
ওনারা ভাবেন কোন একটা গ্রুপ এবং তেলবাজি করেসাথে বিভিন্ন জায়গায় মাঞ্জা মেরে ছবি তুললেই সফলতা চলে আসে আর বিজনেস মানেই কেবল ফেসবুক।
কারন হলো- ওনারা জানেনই না যে অনলাইন বিজনেস করতে গেলে আপনাকে, লেখাপড়া করতে হবে এবং নিম্নোক্ত দিকে সময় দিতে হবে।
✅ Facebook Profile
✅ Facebook Page
✅ Marketing & Branding
✅ Website
✅ E-mail Ads
✅ Ads Campaign
✅ Landing Page
✅ Blog Site
✅ Google Ads
✅ YouTube
✅ Instagram
সবদিক দিয়েই সময় দিতে হয়, আর সময় না দিলে সফলতা আসেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *