একজনের সেল দেখে,একজনের বিজনেস স্ট্র্যাটেজি দেখে বিজনেস করতে চাওয়াটা ভুল নয়,মারাত্বক ভুল সিধান্ত।সবার বিজনেস স্ট্র্যাটেজি আলাদা হবে,যদি প্রোডাক্ট সেইম হয়,তবুও স্ট্রাটেজি আলাদাই হবে।
অন্যের কথা ছাড়ুন,আপনার নিজের বিজনেস আর নিজের প্রোডাক্টের সেলিং ও মার্কেটিং স্ট্রাটেজিই তো চেঞ্জ করতে হয় সময়ের সাথে সাথে।
এদিকে আমরা ভেবে নিই,ছবি নিলাম,পেজ খুলে পোস্ট দিলাম মানেই বিজনেস শুরু।কেউ কেউ ভাবে বুস্ট করা মানেই সেল।
বিজনেস প্ল্যান সাজিয়ে নিয়ে কথা বলুন যিনি এক্সপার্ট এবনভ যার কাজ এগুলি নিয়ে।বিজনেস করে নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখতে চান আর বাস্তবতায় তো এর জন্য না টাকা আর না শ্রম কোনটাই তো ব্যয় করতে চান না।
এভাবে কি বিজনেস করা যাবে?
Invest first, then income