বাংলাদেশে আপনি যেকোন ইউটিউব চ্যানেল,পত্রিকা কিংবা ফেসবুকের ব্লগ পেইজ খুললেই দেখতে পারবেন একটা কমন বিষয়- “বিলিওনিয়ার বা মিলিওওনিয়ারদের লাইফস্টাইল বা অভ্যাস”।
আর এই জিনিস দেখে আপনিও চিন্তা করতে শুরু করবেন যে,আমার জীবনেও তো এমন পরিবর্তন আনা দরকার।আর অনেকেই আছেন এগুলিতে মোটিভেট হয়ে সাথে সাথেই সব চেঞ্জ আনতে শুরু করেন এবং বিপদে পড়ে বা বিপত্তিতে পড়ে আবার ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন হয়ে যান।
আসল্ব ভুল টা কোথায় জানেন?
কেউ তো জন্ম থেকেই বিলিওনিয়ার হয়ে যায়নি।তাকে পরিশ্রম করে সেখানে যেতে হয়েছে।আর তাই আমাদের জানা উচিত মুলত ঐ ব্যাক্তির আগের জীবনের অভ্যাস যা আমরা বর্তমানে ফলো করবো।
অথচ আমরা ফলো করি তাদের সফল হবার পরের অভ্যাস।গন্ডোগোল আমরা বাঁধাবো গোড়ায় আর পানি দিব মাথায়।এভাবেই তো পিছিয়ে যায় আমরা।
এই কন্টেন্টে টিপস টা কি পেলেন?