ফলাফলের দিকে না তাকিয়ে, প্রসেস কে ফলো করুন।
আমাদের একটা বড় সমস্যা হলো,আমরা যেকোন কিছুতে আগে ফলাফল নিয়ে চিন্তিত হয়ে যায়।আপনি যখনই আপনার ফলাফলের কথা আগে ভাববেন,তখনই আপনার মধ্যে চলে আসবে ডিপ্রেশন আর এই ডিপ্রেশন থেকেই আপনি পিছিয়ে যাবেন।
আপনাকে বুঝতে হবে,যেকোন কিছুতে সফলতা আনতে গেলে আপনাকে প্রসেস টা ফলো করতে হবে।আর যে প্রসেস ফলো করে চলে,তার ফলাফল সে পাবেই- আজ,কাল বা পরশু।
সফলতা একটি চলমান প্রক্রিয়া, আপনি থেমে যাওয়া মানেই এটা থেকে আপনি পিছিয়ে যাবেন।আমরা কেউই জানিনা যে,ঠিক কতদূর গেলে সফলতা আসবে কিংবা সফল হওয়া সম্ভব।
তাই আমাদের জানতে হবে, কোন সিধান্ত নেবার পরে আমাদের প্রথম কাজ হলো- কাজটাকে শুরু করে সেটাকে সঠিক সিধান্তে রুপান্তর করা।আপনি যত বাঁধার সম্মুখীনই হোন না কেন,যদি আপনি প্রসেস ফলো করেন তাহলে আপনার জন্য সবকিছুই সহজ হয়ে যাবে।