যারা ভাবেন যে,বিজনেসে অনেক ক্যাটাগরির প্রোডাক্ট থাকা বাধ্যতামূলক কিংবা এটা থাকা ভালো,তারা মুলত ভুলের অথই সাগরে পড়ে আছেন।
আপনার বাজেট কম অথচ আপনি কয়েক ক্যাটাগরিতে ইনভেস্ট করছেন শুধু প্রোডাক্টেই,অথচ আপনার মাথায় এটা আসেই না যে,বিজনেসে প্রোডাক্ট ছাড়াও অনেক দিকে ইনভেস্ট করতে হয়।
আপনার তো মিনিমাম চারটা সেগমেন্ট থাকতে হবে।

Product Capital

Marketing Capital

Fixed Capital

Emergency Capital
প্রোডাক্ট কিনে ব্যয় করলেন ম্যাক্সিমাম টাকা কিন্তু কিভাবে সেল করবেন সেই চিন্তা নাই।আপনি টাকা থাকলে অনেক প্রোডাক্ট কিনতেই পারেন কিন্তু কোনভাবেই অনেক ক্যাটাগরিতে নয়।
ধরেন,৫০০০০ টাকা দিয়ে আপনি ৫ ক্যাটাগরিতে পন্য কিনলেন তাহলে আপনার প্রোডাক্ট বাজেট ভাগ হয়ে গেলো আর এদিকে মার্কেটিং এ এসেও তো সেই ক্যাপিটাল ভাগ হয়ে যাবে।
এখন আপনিই বুঝে সিধান্ত নিবেন,আপনার আসলে কোনটা করা উচিত।নিজেই বলেন ছোট উদ্যোক্তা,টাকা কম অথচ ভুল ধরালে আবার বলেন- অনেক ক্যাটাগরি তো রাখা লাগে।