আমরা সবাই বিজনেস করছি মুলত আমাদের প্রোডাক্ট গুলিকে সেল করে সেখান থেকে প্রফিট জেনারেট করে,আবার সেটাকে নিজের শখ পুরন করতে কিংবা প্রয়োজনে খরচ করতে।
মুলত আমাদের জীবনটাও একটা সাইকেল বা চক্রাকারে আবদ্ধ করেছি আমরা,জীবনে থ্রিল ব্যাপারটা নেই আমাদের।থ্রিল আনতে গেলে উপভোগ করাটা জানতে হয়,অথচ আমরা মুলত ব্যাস্ত থাকি-
কে কি বলবে
এটা করতে গেলে কত টাকা খরচ হবে
এখন করলে পরে কি হবে
কিভাবে সব ম্যানেন হবে
এই টাইপ চিন্তাগুলিতে আটকে থাকি আমরা।কেন জানেন?
কারন হলো- অর্থনৈতিক স্বাধীনতার অভাব আর মানসিক বিকাশের অভাব।
আমরা ছোট থেকেই,পরিবারের দেয়া ইচ্ছা আর স্বপ্নের কাছে বন্দী হয়ে যায়।যেমন- পরিবারের চাওয়া হলো,আমি অনেক লেখাপড়া করে বি সি এস ক্যাডার হই কিংবা ডাক্তার, ইঞ্জিনিয়ার হই।
আমরা যে এই ২০-২৫ বছর একটানা লেখাপড়া করছি,আর দিনশেষে কি চিন্তা করছি?
একটা ১০-১৫-২০-২৫০০০ টাকা বেতনের একটা চাকুরী যেন হয়।কারন,শুধুমাত্র পুথিগত বিদ্যার ঠেলায় আমাদের স্কিল লেভেল আমরা শুন্যের কোঠায় দিয়ে ফেলছি।যেটাকে এই কর্পোরেট সেক্টরে আর Ai এর যুগে এসে ঘষে মেজেও কিছু করা যাচ্ছেনা।
বিজনেসে সেল করতে গেলে যেমন সবচেয়ে বেশি দরকার হয়- ইমোশনাল টাচের ঠিক তেমনই ২০/২৫ বছর লেখাপড়া করে অন্তত বছরে, নিজের জন্য শুরুতে কিছু না হলেও ১/২ লাখ খরচ করার মানসিকতা ও সেটা বাস্তবায়ন করে দেখানোর ইচ্ছাশক্তি থাকতে হবে।
বিজনেসের পিছনে বছরে অন্তত, ১/২ লাখ টাকা খরচের মানসিকতা আছে কাদের বলুনতো?
এটা আপনার উদ্যোগ কেই দাঁড় করাবে,আপনার স্বনকেই দাঁড় করাবে।আপনি এভাবে ভেবেছেন কি?