বিজনেস শুরুর আগে আপনাকে হতে হবে কনফিডেন্ট। আপনার নিজের ওপরে আস্থা থাকলে তবে কেউ আপনার উপরে আস্থা রাখবে।
বিজনেসের মালিকের ভূমিকায় বিজনেস এর সব থেকে বড় ভূমিকা বলে গণ্য করা হয়। আপনাকে ফাইন্ড আউট করতে হবে,কেন আপনি অন্যদের থেকে আলাদা?
আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রাখতে হবে যাতে কাস্টমার আপনার সাথে কথা বলে আপনার থেকে সার্ভিস নিতে ইচ্ছা প্রকাশ করে।
বিজনেসে আরো একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটা হলো, কেন কেউ আপনার থেকে কিনবে?
অনলাইনে এত পেজ থাকা সত্ত্বেও আপনার পেজের প্রোডাক্টটি কেন কাস্টমারের পছন্দ হবে সেটা খুঁজে বের করতে হবে।কাস্টমারের রুচি, প্রোডাক্টের কোয়ালিটি, ব্রান্ডিং এসব কিছুর উপরে আপনার নজর রাখতে হবে।