দ্রুত শিখুন, দ্রুত এডজাষ্ট করুন:
ধরুন আপনি জুতার একটা নতুন ডিজাইন বিক্রি করতে চাচ্ছেন। কিন্তু এইখানে ৯০% লোকজন বলতেছে চামড়ার এবং টেকসই জুতা চাই তারা। অতএব, আপনার এখন কি কাজ দাঁড়ালো?
আপনাকে হয় স্টাইলিশ জুতার প্যাটার্ন চেইঞ্জ করে চামড়ার রেগুলার স্টাইল জুতাই বানাতে হবে। অথবা যাদের কাছে এতদিন বিক্রি করার চেষ্টা করেছেন তাদের বাদ দিয়ে অন্য কাষ্টমার খুঁজতে হবে যারা এই নতুন স্টাইলিশ জুতা করা কিনতে পারে তাদের খুজে, তাদের কাছে যেতে হবে। এমনও হতে পারে এক বছরে আট-দশবার বা তারও বেশিবার আপনার প্ল্যান, স্ট্রাটেজি, এপ্রোচ চেইঞ্জ করতে হবে। এই চেইঞ্জ করাটাই, এই গেইম খেলাটাই বিজনেসের আসল মজা।
আর এইটা যে যত দ্রুত করতে পারবেন তারজন্য বিজনেস করাটা খুব ইজি হবে, এবং সফলতাও তার কাছে এসে ধরা দিবে।
সব বলে মারতে গেলে আউট হয়ে যেতে হবে দ্রুত:
একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস নিয়ে শুরু করাটাই হলো মুল চিন্তার অংশ হয়ে থাকা উচিত, এবং ঐটাই আবার প্রতিস্থাপন করতে হবে মানে ইমপ্লিমেন্ট করতে হবে। যে বল সামনে পাবো সেই বল ধরেই পেটাতে গেলে, কিংবা সবার জন্য কাস্টমাইজড করে জিনিস রেডি করতে গেলে, আপনার কাজের শুরুর দিকে ফোকাসড থাকাটা টাফ হয় যাবে শুধু এমনই না বরং না পারার সম্ভাবনায় বেশি থাকবে।
কাস্টমার লয়ালিটি পাওয়া সত্যিই টাফ হয়ে যাবে। আর লয়াল কাস্টমার ছাড়া একটা বিজনেস বেশিদিন টিকবে না। তাই একটা জিনিস নিয়েই নামতে হবে এবং সেটাকে ভালোভাবে করতে হবে।