ঘুম থেকে উঠার পর চেহারা কেনো ফুলে থাকে?
কারণ ঘুমানো অবস্থায় শরীরের টিস্যু যথেষ্ট পরিমাণ শক্তি ব্যয় করে না ,ফলে কোষ গুলো সতেজ ও পানিপূর্ণ থাকে। যার ফলে ঘুম থেকে ওঠার পর কোষের আকার বৃদ্ধি পায় ,।ফলে মুখ ফুলা দেখা যায়।আস্তে আস্তে শক্তি ক্ষরণের ফলে কোষ গুলো আবার আগের অবস্থায় ফিরে আসে।প্রশ্ন থাকতে পারে শুধু কি মুখ ই ,,না মুখ বেতিতও নরম কোষ গুলো ফুলে উঠে।