কিছু কিছু অ্যাম্বুলেন্স এ লেখাটি উল্টো করে লেখা থাকে কেনো? যেন সামনে থাকা গাড়ীর লুকিং গ্লাসে , লেখাটা সোজা হয়ে যায়। যা দেখে অ্যাম্বুলেন্স কে সাইড দেয়। এটি কি আপনি আগে থেকে জানতেন?