আমরা ঘুমানো অবস্থায় বাইরের কোনো শব্দ, কেনো শুনতে পারি না?
এটি আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকা একটা বড় প্রশ্ন।আজ সেটি নিয়ে একটু জেনে নিতে চাই-
ঘুমানো অবস্থায় বাইরের শব্দ শুনতে পাইনা এটা আংশিক ভুল তথ্য। মূলত আমরা ঘুমানো অবস্থায় সকল শব্দ শুনতে পাই কিন্তু সেটা সাব-কনশাসলি। অর্থাৎ আমরা সচেতন ভাবে কিছুই শুনতে পাইনা। মস্তিষ্ক সকল ধরণের শব্দ ফিল্টার করে ঘুমের সময়।
যদি কোনো শব্দ বিপদজনক মনে হয় তখনই মস্তিষ্ক ঘুম থেকে জাগিয়ে দেয়, নতুবা ঘুম চালিয়ে যায়। যদি মানুষ সামান্য শব্দও ঘুমের মধ্যে শুনতে পারতো তাহলে কি সেটা ঘুম হলো? ঘুম মানেই তো সকল শারীরিক কার্যকলাপকে বিশ্রাম দেওয়া তাই না?
অবশ্য ব্যক্তিভেদে মস্তিষ্কের শব্দ ফিল্টার করার ধরণ আলাদা। অনেকে সামান্য শব্দেও জেগে যায় কারণ মস্তিষ্ক খুব বেশি এক্টিভ থাকে, সতর্ক থাকে এই আরকি।