পৃথিবীতে, উপর দিকে উঠলে ঠান্ডা লাগে, যেমন পাহাড়ের উপর আবার যখন সমতলে অবস্থান করে তখন প্রচুর গরম কেন??
কারণ বাতাস সরাসরি সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে গরম হয় না৷ বিকিরণ পদ্ধতিতে বায়ুমন্ডলের ভিতর দিয়ে সুর্যালোক যখন পৃথিবীতে আসে, ভূপৃষ্ঠ প্রথমে গরম হয়, তারপর ভূপৃষ্ঠ এর কাছাকাছি থাকা বাতাস, অর্থাৎ ট্রপোস্ফিয়ার, আমরা বায়মন্ডলের যেই স্তরে বাস করি। এই গরম বাতাস ওপরে বেশিদূর যেতে পারে না। তাই ওপরের দিকে বাতাস ঠান্ডা হয়।