বিজ্ঞান চর্চা-০৫

লেখা ও মুখের কথা অনুবাদ করে দেবে এই কলম
বিদেশ ভ্রমণের সময় ভাষা নিয়ে জটিলতায় পড়েন অনেকেই। ইংরেজিতে আমরা কমবেশি দক্ষ হলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ ইত্যাদি ভাষা বুঝতে সমস্যা হয়। এমনকি ভাষা জটিলতার কারণে স্থানীয় পত্রিকা বা বইও পড়া যায় না। সমস্যার সমাধান দেবে ‘নিউইয়েস স্ক্যান রিডার পেন থ্রি’।
লেখার ওপর কলমটি ধরলেই ব্যবহারকারীদের নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়ে শোনাতে থাকে। মুখের কথাও সরাসরি অনুবাদ করে শোনাতে পারে কলমটি। ফলে ভিন্ন ভাষাভাষীদের সঙ্গে স্বচ্ছন্দে মিটিং করা যায়। শুধু তাই নয়, এর ফলে পথচারীদের কথা অনুবাদ করে গন্তব্যের দিকনির্দেশনাও পাওয়া সম্ভব।
বাংলাসহ ১১২টি ভাষার শব্দ ও কথা অনুবাদ করতে সক্ষম কলমটি প্রতি মিনিটে প্রায় ৫০০ শব্দ অনুবাদ করে শোনাতে পারে। ৯৮ শতাংশ ক্ষেত্রে সঠিক ফলাফল দেওয়ায় কলমটি কাজে লাগিয়ে স্বচ্ছন্দে বই পড়ার পাশাপাশি ভিন্ন ভাষাভাষীদের সঙ্গে কথা বলা সম্ভব।
লেখা ও ভাষা অনুবাদ করার পাশাপাশি শব্দও ধারণ করতে পারে কলমটি। শুধু তাই নয়, এমপিথ্রি ফরম্যাটের গান সংরক্ষণের সুযোগ থাকায় চাইলে গানও শোনা যাবে। কিনতে গুনতে হবে ১৯৯ মার্কিন ডলার বা ১৮ হাজার ৫৯৭ টাকা।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *