বিভিন্ন ফেসবুক গ্রুপগুলির প্রাণ হলো ঐ গ্রুপের মেম্বারগন।
একটিভ আর্টিকেল রাইটার মেম্বারগুলির পাশাপাশি যারা আর্টিকেলগুলি পড়েন এবং কমেন্ট করে রাইটারদেরকে উতসাহ দেন তাদেরকে মুল্যায়ন করা উচিত।
অনেক নামীদামী গ্রুপেই দেখা যায়,যারা তেলবাজি ও তোষামোদি করতে পারেনা তাদেরকে মুল্যায়ন করা হয়না এবং কখনোই হাইলাইট করা হয়না,এটা মুলত ঐ উদ্যোক্তাদেরকে ব্যাথিত করে।
আমি নিজেও যেহেতু উদ্যোক্তাদের নিয়ে গ্রুপ চালাই,তাই এটা আমি একটা সমস্যা বলেই চিহ্নিত করি এবং আমার গ্রুপ এই সমস্যা শুরু থেকেই নেই।
এখানে সকলেই মনের আনন্দে থাকে,মুলত কেউ যেন কষ্ট না পান।কারন,গ্রুপ গুলিতে মানুষ শিখতে আসে।আর এই শেখাকে উৎসাহিত করা একজন সঠিক লিডারের বৈশিষ্ট্য হওয়া উচিত।
একটিভ আর্টিকেল রাইটার কিংবা এমন যারা একটু পপুলার হয়ে যায়,তাদেরকে গ্রুপ এডমিনগুলি নানানভাবে হ্যারেস করে থাকে,এগুলিও চোখে এসেছে।এসব কারনেই সকল গ্রুপে লেখা বন্ধ করে দিয়েছি তাও এক বছরের কাছাকাছি হয়ে গেলো।
আমার সাথে কেউ এমন না করলেও আমি অন্য সবার হয়েই প্রতিবাদ করতে চাই।এমন কুচক্রী মহলের হয়তো আমার মত কয়েকজনের লেখা বন্ধ হওয়াতে কিছুই হবেনা।তবে নিজের বিবেকের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে পারবো।
ফেসবুক গ্রুপ গুলিতে যারা লেখাপড়া করেন নিজের ক্যারিয়ারের উন্নয়নে,তারা নির্বিঘ্নে পড়ুন।
ভালো থাকুন,শুভকামনা সবার জন্য।