বিশ্বের বড় বড় কোম্পানি গুলির লগো দ্বারা কি বোঝায় জেনে নিই চলুন পর্ব-০১

এডিডাস, এ্যপল, টয়োটা, BMW (বিএমডাব্লু), কোকাকোলা, পেপসি এর মত অনেক বিখ্যাত কোম্পানি বা ব্রান্ড
গুলো আমরা প্রায়শই দেখতে পাই। আমরা নিজেই এমন বিখ্যাত ব্রান্ড গুলোর পণ্য ব্যবহার করি।
কিন্তু কখনও কি ভেবেছি যে এই সকল বিখ্যাত ব্রান্ডের লোগো গুলোর মিনিং কি? অথবা লগো গুলোতে কি ম্যাসেজ লুকানো আছে?
হ্যাঁ এই লোগো গুলোর প্রতিটি শব্দ, লাইন, শেপ এবং রং এর পেছনে কোনো না কোনো ম্যাসেজ লুকানো থাকে।
কোনো কোম্পানি তাদের নাম শো করানোর জন্য লোগো বানান না অথচ আমরা না বুঝেই আমাদের লগো বানিয়ে থাকি।
১ কোকাকোলা (COCA-COLA)
কোকাকোলার লোগোতে o এবং L লেটারের মাঝখানে খেয়াল করলে ড্যানিশ পতাকা খুব পরিষ্কার ভাবে দেখতে পাবেন।
কোকাকোলা এটা তাদের মার্কেটিং ক্যম্পেইনের জন্য ব্যবহার করেছিলো। কারণ কোকাকোলা সর্বপ্রথম এই দেশ থেকে
তাদের ব্যবসা শুরু করেছিলো। কোলাকে মুলত ইংরেজিতে k দিয়ে লেখা গেলেও, সৌন্দর্যের কথা মাথায় রেখে C দিয়ে লেখা হয়েছে।
২. এমাজন (AMAZON)
এমাজন হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন শপ। যেখানে নিত্য দিনের ব্যবহারিত a থেকে z পর্যন্ত সকল পন্য পাওয়া যায়।
খেয়াল করলে দেখতে পাবেন এমাজনের লোগোতে a থেকে z পর্যন্ত তীর চিহ্ন দেওয়া আছে তার মানে তারা উপরে দেওয়া বিষয়টা বুঝিয়েছে।
রথমে আমাজনের লোগো দেখলে মনে হয় এখানে বিশেষ কিছুই নাই। কিন্তু এই লোগোটিও কোম্পানি ফিলোসোফিক্যাল মাইন্ড থেকে বানানো হয়েছে।
লোগোটির ওরেন্জ কালারের তীর চিহ্নটি স্মাইল সিম্বোলাইজড করে।
কেননা কোম্পানি তাদের কাস্টমারদের যেকোন পর্যায়ে খুশি রাখতে চান।
৩. হুনডাই (HUYNDAI)
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কার কোম্পানি হুনডাই। অনেকে এই লোগোটিকে তাদের কোম্পানির নামের প্রথম অক্ষর H মনে করে কিন্তু এটা ভুল।
আসলে লোগোটিতে দুজন মানুষকে দেখানো হচ্ছে, একজন কাস্টমার আরেকজন কোম্পানির মিক প্রেজেন্টেটিব।
৪. এপল (APPLE)
রোপ জেনফ বিখ্যাত কোম্পানি এপলের লোগো ডিজাইন করেছিলেন। একটি ইন্টারভিউতে তিনি এই লোগোতে
থাকা পেছনের কাহিনি বলেছিলেন। তিনি মার্কেট থেকে অনেক গুলো আপেল কিনে নিয়ে আসেন আর তিনি সেগুলোকে
আলাদা আলাদা সেপে অঙ্কন করতে থাকেন। কিছু টুকরে করে কিছু অর্ধেক করে কিছু উল্টো করে। তারপর হঠাত তার ক্ষিদে
অনুভব হয় এবং তিনি একটা আপেলে কামড় দেন। হঠাৎই তিনি খেয়াল করলেন কামড়ের ইংরেজি শব্দ Bite আর কম্পিউটারের
ইস্পেসের সাউন্ড ও শুনতে কামড়ের আওয়াজের মত। আর তাতেই তিনি কামড় দেওয়া আপেলের ডিজাইন করে দেন।
৫. এডিডাস (ADIDAS)
এই নাম কোম্পানির মালিকের নাম Abof Dassler থেকে নেওয়া হয়েছে। কোম্পানির লোগো বার বার পরিবর্তন করা হলেও
এতে প্রতিবারই তিনটা স্ট্রাইক রাখা হয়েছে,তবে বর্তমান লোগোতে তিনটি ত্রিভুজ আকৃতির স্টাইক রাখা হয়েছে।
উচু পর্বতের আকৃতি বোঝানো হয়েছে এই তিনটি স্ট্রাইক দিয়ে। এটি মুলত সেইসব চ্যালেন্জ কে বুঝানো হয়েছে,যে চ্যালেন্জ
পূরণ করার জন্য খেলোয়াড়েরা দিনের পর দিন একটু একটু লরে এগিয়ে যান।
কেমন লাগলো মজার সব তথ্য গুলি?

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *