পৃথিবীতে সবচেয়ে কষ্টের কিন্তু সহজ বলে মনে হওয়া কাজগুলির একটি হল, কাউকে বুঝতে পারা।আপনি যদি আপনার চারিপাশে একটু তাকান, তাহলেই বুঝবেন- আপনার সম্পর্কে আশেপাশের মানুশগুলি কত সহজেই একটা ধারণা তৈরি করে রেখেছে আপনাকে নিয়ে।
যদি আপনি ভাবেন যে, কেউ আপনার কাছের মানুষ,আপনাকে নিয়ে দারুন কিছু ভাবনা তার আছে কিংবা আপনার সর্বদা ভালো চাই,তাহলে বুঝে নিবেন আপনি সৌভাগ্যবান কিন্তু একটা ব্যাপার আছে।আপনার দ্বারা ঐ ব্যাক্তির অনেক উপকারের মাঝে যদি একটা দুইটা এদিক সেদিক হয়ে যায়,তাহলেই আসলে বুঝবেন- সৌভাগ্য ঠিক কতটা সৌভাগ্য হয়ে আছে।
আজ যাকে সাহায্য করছেন কাল সেই বেইমানি করবে।আজ যার বিপদে নিজেকে বিলিয়ে দিবেন সাহায্যের রাস্তায়, সেই ব্যাক্তিই তার স্বার্থ উদ্ধারে ব্যার্থ হলে আপনাকে নিয়ে কটু কথা বলবে।
আসলে আপন কেউই নয়, কারো থেকেই প্রত্যাশা রাখতে নেই।সেটা ঘর হোক কিংবা পর।যার থেকে ভালো যেটা পাবেন,যতটুকু পাবেন সেটাকে এনালাইসিস করতে না যেয়ে বরং কৃতজ্ঞতা প্রকাশ এবং পরবর্তীতে তার দ্বারা আপনার কি প্রাপ্তি হতে পারে সেটা ভাবা থেকে বিরত থাকুন।
আমি এভাবেই দেখি সব বিষয়কে,আমি কারো চিন্তা ভাবনাকেই কষ্টের তালিকাতে ফেলিনা।কারন আমি জানি- কাজ যারা করে তারাই সমালোচনা সহ্য করে আর যারা কাজ পাইনা তারা এইগুলা করে বেড়াই।
এক একটা ইভেন্ট, এক এক ধরনের শিক্ষা দিয়ে যায় জীবনে।এই #ঈদ_উদ্যোক্তা_মেলা_২০২২ থেকেও কিছু শিক্ষা পাবো বলেই ধরে রেখেছি।