এইসকল সমস্যা নিয়ে আমি আগেও লিখেছি কিন্তু আপনারা আমলে নেন না, আজকে আবার ছোট করে একটু ব্যাখা দিচ্ছি।
বর্তমানে বেশ কিছুদিন, প্রায় মাসখানেক বলা চলে- “বুস্ট দিচ্ছেন কিন্তু পারফর্ম করছে না আগের মত,সেল টাও কমেছে বেশ,এমনই তো বিষয়”।
একটু নজর দিই-
তাহলে কি আপনি বাজেটের জন্য এডে রেস্পন্স কম পাচ্ছেন?
জ্বি, অনেকটাই এমন যে, আপনি এখন বাজে রেসপন্স পাচ্ছেন কারন আপনার বাজেট এবং টার্গেটিং সমস্যার জন্য।
দারাজের বিজ্ঞাপন-
এমন অবস্থার জন্য দারাজের ও দ্বায় আছে কিছুটা,আপনারা হয়তো দারাজের বিজ্ঞাপন দেখছেন- ইতিমধ্যেই দারাজ ম্যাসিভ আকারে ক্যাম্পেইন চালাচ্ছে।কেউ যদি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন একটু ফেসবুক খুঁজলেই।
ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমো, গুগোলএডস কিংবা ইউটিউবেও অনেক এড চালাচ্ছে দারাজ।
ফেসবুকে অবশ্য এডগুলি একটু বেশিই হয়।এত এডের মাঝে মুল ইস্যু হলো বাজেট।আপনি কল্পনাও করতে পারবেন না তাদের বাজেটের পরিমান। ফেসবুক ফুল বুক করে ফেলেছেন তারা এক প্রকার।
-
কমন টার্গেটিং এর ক্ষেত্রে আসলে বিডিং বাজেট অনেক হাই হতে হয়।কারন দেখেন- একটা কোম্পানি যদি পার ডে ১০ ডলার এড দেয়,আর আপনি যদি একই টার্গেটে পার ডে ১ ডলার দেন,তাহলে তার এডের চেয়ে আপনার এড পিছিয়ে থাকবে।একই ঘটনা এখানেও ঘটেছিলো।
আশার কথা হলো- এটা এখন প্রায় সমাধান হয়েই গেছে,আর তাছড়া রিটার্গেটিং করা যেতে পারে এবং বাজেট বাড়ানো যেতে পারে।