নাহ, আজ আমি মুলত শুধু ভুল ধরবোনা, বরং আমি কিছু সমাধান নিয়েও লিখবো। যেকোন ক্ষেত্রেই বিজ্ঞাপনের বেলাতে আমাদের এই দিকগুলি মাথায় রাখতে হবে,সেটা নিয়ে আজকে লিখতে চলেছি।
বিজ্ঞাপনটি যেন গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করে
একটা পরীক্ষায় দেখা গেছে যে ৮০% মানুষ একটা জিনিস ছবি দেখে মনে রাখে আর ২০ % মানুষ মনে রাখে কোন কিছু পড়ে, এখান থেকে কিছুটা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আপনার প্রোডাক্ট এর ছবি,যেটাকে আমি বলি- কন্টেন্ট ইমেজ।
আপনি ১০/২০/৩০ কিংবা ১০০ ডলারের বুস্ট করছেন, ফেসবুকের ডিউটি কিন্তু আপনার প্রোডাক্ট সেল করিয়ে দেয়া না, সে শুধু আপনার প্রোডাক্ট মানুষকে দেখাবে, এখন মানুষ দেখলো কিন্তু তারপর যদি সেটা কেউ পছন্দ না করে সেটার জন্য দায়ী কিন্তু ফেসবুক না, দায়ী আপনার ফটোগ্রাফি কিংবা কন্টেন্ট ইমেজ।
ফেসবুক রোবটের চোখেও যেন এটি সুন্দর হয়
ফেসবুকের বিজ্ঞাপনে কন্টেন্টের মানের উপর পয়েন্ট আছে, যেটাকে “Content quality” বলা হয়ে থাকে। সেখানে আপনি যদি লো রেজুলেশন এবং ভালো মানের ছবি আপলোড না করেন তাহলে আপনার পয়েন্ট কমে যাবে এবং আপনার অ্যাড ভালো পারফর্ম করবে না এমন কি অ্যাড রিজেক্ট ও হতে পারে। আর এইগুলি আমি এত বোঝালেও কেউ বুঝতে চাইনা।