প্রোডাক্ট সেলের জন্য ফেসবুক বুস্টিং করছি, আমার কোথাও কোন ভুল নেই কিন্তু সেল হচ্ছেনা,এই দ্বায় আসলে কার?
ভুল হচ্ছে না কোথাও? অনেক টাকা ইনভেস্ট করছেন? ফেসবুকে অ্যাড দিচ্ছেন? বিভিন্ন লোকেশনে কিংবা টার্গেট সেট করে অ্যাড দিচ্ছেন, বিভিন্ন রকম টারগেটিং করে অ্যাড দিচ্ছেন, বিভিন্ন অ্যাড অবজেক্টিভে ডিটেইলস দিয়ে অ্যাড দিচ্ছেন তারপরও সেল হচ্ছে না। আসলেই অবাক করা ব্যাপার হয়ে গেলো যে, এবং একইসাথে হতাশাজনক অবশ্যই।
আচ্ছা সমস্যা যখন হচ্ছেই, তাহলে সমস্যা তো আছেই এটা ঠিক কিন্তু সেটা অ্যাডে না হয়ে সমস্যা অন্য জায়গায় কিনা সেটাও তো দেখা দরকার। আমার মনে হয় সমস্যা অন্য জায়গায়। কোথায়?
ফটোগ্রাফিতে সমস্যা বিরাজমান-
খেয়াল করেন- আমি ও আপনি, আমরা সকলেই আমাদের টাইমলাইনে অনেক বিজ্ঞাপন দেখি যারা রেগুলার অ্যাড দেয় কিন্তু তাদের ছবির মান ভালো নয়। এবং সেগুলা দেখে একদমই উৎসাহ পাই না আমরা।শুরুর দিকে একটু দেখলেও পরে আর দেখিনা,একইসাথে অর্ডার করতেও মন চাইনা, সেখানে যতই ডিসকাউন্ট অথবা অফার থাকুক না কেন।
ব্যাপারটা আসলেই এমন কিনা?
আপনি স্বীকার না করলেও এটাই সত্য ঘটনা, আর এর কিছু কারন আছে যা, আমি উল্লেখ করবো আজকের লেখায়।
কন্টেন্ট ও ফটোগ্রাফির মান ভালো না হলে মানূষ দেখবেই না, সেল তো অনেক পরের কথা।
যেকোন ক্ষেত্রেই বিজ্ঞাপনের বেলাতে আমাদের এই দিকগুলি মাথায় রাখতে হবে-
১। বিজ্ঞাপনটি যেন গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করে
২। ফেসবুক রোবটের চোখেও যেন এটি সুন্দর হয়
৩। কন্টেন্ট হতে হবে চোখে ও হৃদয়ে টাচ করার মত
আমার এই কথা শুনে অনেকেই বলতে পারেন- ভাই, ওমুক তো এসব না করেই স্লে করে ধুমা তুলে দিচ্ছে, তাদের কথার একটাই উত্তর- সময় যেতে দিন,প্রফেশনালের ভীড়ে হারিয়ে যাবে অচিরেই, তখন পথ খুঁজে পাবেনা।
মনে রাখবেন, অনলাইনে আমরা হাতে ছুঁয়ে পন্য কিনিনা, পন্য কিনি চোখের দেখায়।
যাদের এখন এসব না করেও ভালো হচ্ছে তারা হারাবেই, কারন যখন ম্যাক্সিমাম প্রফেশনালের জায়গা হবে ফেসবুক তখন প্রফেশনালিজম যাদের নেই তারা হারিয়ে যাবেন গভীর অতলে।
পরের পর্বে লিখবো আরো বিস্তারিত টপিকগুলি নিয়ে।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভলপমেন্ট এবং প্রফেশনাল সিভি নিয়ে।
আমার পেজ- ICT CARE