বুষ্টিং করেও পন্য সেল হচ্ছেনা,কি হতে পারে সমাধান

  • প্রোডাক্ট ফটোগ্রাফির মান ভালো করেন, নিজের প্রোডাক্ট নিজে তোলার চেস্টা করুন। একান্তই না পারলে এক্সপার্টের সাহায্য নেন।
  • গুগুলে সার্চ দিয়ে প্রোডাক্ট এর ছবি তোলার কনসেপ্ট নিতে পারেন,কিন্তু হুবহু করবেন না,কারন অনেক মানূষই এই কপি করে ক্ষতি করছে।
  • স্মার্ট এবং ক্রিয়েটিভ ভাবে প্রোডাক্ট ফটোগ্রাফি করুন, সে জন্য শুরুতেই মডেল প্রয়োজন নেই, আপনার বাজেট থাকলে আপনি অবশ্যই নিবেন প্রফেশনালদের।
  • কিন্তু মডেল ছাড়াও আপনি একটা ড্রেসকে অনেক রকমভাবে রেখে ছবি তুলতে পারেন। ইন্টারনেটে অনেক আইডিয়া আছে, ইন্সটাগ্রাম, লিংকড ইন ঘুরলে অনেক আইডিয়া পাবেন মডেল ছাড়াই কিভাবে প্রোডাক্ট এর ছবি তোলা যায়।
  • খুব কম দামে ফটোগ্রাফি বক্স পাওয়া যায় সেটা কিনতে পারেন, ছবির লাইট ভালো পাবেন, মানও ভালো আসবে।য়ার এছাড়া নিজেই বাজেট করে বানিয়ে নেয়া যায়।
  • ছবির ব্যাকগ্রাউন্ড খুব ভালো করে বুঝে নিয়ে তুলুন ছবি,এক্সপার্টের কাছে জেনে নিতে পারেন।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভলপমেন্ট এবং প্রফেশনাল সিভি নিয়ে।
আমার পেজ- ICT CARE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *