বুস্ট করা হয় নির্দিষ্ট কোন পোস্ট যেখানে, ছবি,ভিডিও, মোশন থাকতে পারে যা, মানুষের কাছে আপনার পন্য সম্পর্কে জানানোর জন্য এবং বিক্রয় বৃদ্ধি করার একটা কৌশল।অন্যদিকে, প্রমোট করা হয় পেজের ফলোয়ার, লাইক ও রিচ-এংগেজমেন্ট বাড়ানোর জন্য। এ ছাড়া আর তেমন কোন পার্থক্য নেই।
অধিকাংশ কাস্টমারই দ্বিধায় থাকেন যে তারা পোস্ট বুস্ট করবে নাকি প্রমোট করবে। এই সমাধান কাস্টমার নিজেই বের করতে পারবেন যে ওনার আসলে কোনটা প্রয়োজন।
যদি আপনার, বুষ্ট এবং প্রমোট সম্পর্কে সঠিক ধারণা থাকে, তাহলে আপনার জন্য এই সিধান্ত নেয়া সহজ হবে।চলুন আজ একটু বুষ্ট এবং প্রমোট সম্পর্কে একটু ধারনা নিয়ে নিই।
বুষ্টিং বলতে সাধারণত পোস্ট বুস্ট করা বোঝায়। পোস্ট বুস্ট করলে, কেবলমাত্র আপনার ঐ নিদৃষ্ট পোস্টের বিপরীতে আপনার সেট করে দেয়া গোল অনুযায়ী কাজ হবে।
যেমন- গোল যদি হয়, Get more reach & engagement, তাহলে আপনার ঐ পোস্টের রিচ এনগেজমেন্ট বৃদ্ধি পাবে।
আবার যদি গোল হয়, Get more message তাহলে সবাই আপনার ঐ পোস্টের বিপরীতে ম্যাসেজ দিবে আপনার ইনবক্সে।
প্রমোট হচ্ছে ফেসবুককে পেমেন্ট করে পেজে লাইক বাড়ানোর একটি প্রক্রিয়া। পেইজ প্রমোট করলে আপনার পেইজে লাইক আসবে এবং ফলোয়ার বাড়বে এটা করে আপনার পেজটি আরো বেশি নির্ভরযোগ্য মনে হবে।
এক কথায়, আপনি যদি আপনার পেইজকে আরো জনপ্রিয় করতে চান তাহলে প্রোমোট করবেন।এটা ব্রান্ডিং এর অংশ।