অনেকেই ভাবেন বুস্ট মানে সেল, ব্যাপারটা কিন্তু তা নয়। অনলাইনে সেল করতে হলে আপনাকে আগে ঠিকঠাক ফেসবুক মার্কেটিং করতে হবে। তারপরে আপনাকে ফ্যানেল ধরে, কাস্টমার টার্গেট করে সেল নিয়ে চিন্তা করতে হবে। পেজের রেসপন্স এর উপরে পেজের সেল ডিপেন্ড করে। তাই রেসপন্স বাড়াতে হবে। একটা পেজের এড রেসপন্স কেমন হবে সেটা ডিপেন্ড করে –
★পেজের কোয়ালিটি
★পেজের ডেকোরেশন
★পোস্ট কোয়ালিটি
★ইমেজ কোয়ালিটি
★ডলার বাজেট
এগুলার উপরে। আমরা এগুলার উপরে জোর দিই না আমরা শুধু বুস্টিং নিয়ে পড়ে থাকি। এখনো যদি না বুঝে থাকেন তাহলে চলুন আর একটু অন্য ভাবে বুঝি –
ধরুন আপনি কাচ্চি বানাবেন।এখন শুধু মাংস আর চাউল দিয়ে কি কাচ্চি হবে? একদমই না। অবশ্যই মসলা এবং প্রপার ওয়েতে কুক করতে হবে তাহলেই তো হবে একটা মজাদার কাচ্চির প্লেটার। ঠিক তেমনি, শুধুমাত্র বুস্ট করে সেলের আশা করা যাই না। সেল বৃদ্ধি করতে হলে অবশ্যই বুষ্টিং এর সাথে সাথে প্রোপার ওয়েতে মার্কেটিংও লাগবে।