যারা অনলাইনে বিসনেস করছেন আপনারা কি এই কথার সাথে একমত?
একমত হবার কথাটা স্বীকার না করলেও, অন্তত ভাবনাটা যে এমনই, সেটা বোঝা যায়।
বুস্ট করলেই সেল বাড়ে এটা পরিপূর্ণ সঠিক কথা না। বুস্ট করলে সাময়িকভাবে আপনার সেল বেড়ে যাবে কিন্তু এটাকে দীর্ঘমেয়াদি করার জন্য এবং সঠিকভাবে কাজ করার জন্য শুধু বূষ্ট করলেই হবেনা।
সেল মুলত ডিপেন্ড করে-
ধারাবাহিকভাবে সেলস বৃদ্ধির জন্য বেশ কিছু টেকনিক অবলম্বন করা উচিত, যা আপনাকে একটা লং টার্ম সমাধান দিবে-
-
প্রোডাক্টের বা সার্ভিসের কোয়ালিটি বৃদ্ধি করা
-
প্রোডাক্ট কে বা সার্ভিস কে ইউনিক বা ক্রিয়েটিভ করা।
-
ভালো কন্টেন্ট তৈরি করা
-
মার্কেটিং স্ট্র্যাটেজি মেইনটেইন করা
-
কাস্টোমার স্যাটিসফেকশন নিয়ে কাজ করা
-
সেলস শেখা
-
প্যাকেজিং ও ব্রান্ডিং উন্নত করা
এগুলি ফলো না করে, আপনি যদি শুধু সেলস ই চান তাহলে কিভাবে হবে বলেন।