বুস্ট করেও পেজে সেল নাই। কিন্তু কেন?
এই একটা প্রশ্নের সম্মুখীন প্রতিনিয়ত হতে হয়,তাদের জন্য আমি লিখি নিয়মিত কিন্তু দেখা যায় এগুলি পড়ার সময় নাই কারো।
একটা পেজে কত ডলার বুষ্ট করলে ভালো ফলাফল পাওয়া যাবে এটার উত্তর দিতে গেলে যেগুলি আমাদের জানা দরকার পড়ে –
পেজের কোয়ালিটি কেমন?
এই ব্যাপারে সবাই বলে তার পেজের কোয়ালিটি খুব ভালো কিন্তু কথা হলো- এইটা বুঝবে একজন ডিজিটাল মার্কেটার।
পেজটি কতটা গোছালো?
এই ব্যাপারে সবার ধারনা,পেজ একটা খুলতে পারলেই হলো। এটার আবার গোছানোর কি আছে?
অথচ এটা ভাবেনা,বাজারে অনেক দোকান থাকলেও মাওরা সর্বোচ্চ ডেকোরেটেড দোকানেই যাই।
টার্গেটেড কাস্টমার কারা?
অনেক বড় প্রশ্নের সহজ উত্তর নিয়ে সবাই কাজে নেমে পড়ে কিন্তু এটা যে কতটা রিসার্চ করে বের করা লাগে আর ক পরিমাণ লেখাপড়া করতে হয় সেই ধারনাই নাও।
পেজের প্রোডাক্ট কি?
এইডা কোন কথা? শাড়ি,চুড়ি,ড্রেস যা সবাই সেল করে।তাই আমিও করি।নিস আবার কি জিনিস এগুলা কি কাজে লাগে? এগুলা দিয়ে হবেটা কি?
প্রোডাক্টের প্রাইস এর সাথে টার্গেটের ক্লায়েন্টের সঠিক মেলবন্ধন আছে কিনা?
এইটা কি জিনিস? এগুলা লাগে নাকি বিজনেস করতে গেলে?
ফটোগ্রাফি ও প্রোডাক্ট প্রেজেন্টেশন কেমন?
ছবি তুলি আমি ভালোই।ছবির কত সাইজ লাগে বিজ্ঞাপনের জন্য তা তো আমি জানিনা।এগুলা জেনে কি বিজনেস করা যায় নাকি? এই লোক ভালোনা।
উপরোক্ত বিষয়গুলো না জানা থাকলে আসলে বলা যাই না কত ডলার ইনভেস্ট করতে হবে। তাছাড়া জানা লাগে আরো অনেক কিছুই।
যেমন- ডিমান্ডেবল প্রোডাক্ট কোনটা, প্রফিটেবল প্রোডাক্ট কোনটা,সেলিং টার্গেট কত,বাজেট কত।এসব হুট করা বলা যায়না তাই দরকার হয় বিজনেস কনসাল্টেন্সি।
অথচ আমরা ভাবি,পেজ চেক আর কনসাল্টেন্সি করে টাকা কেন নষ্ট করবো?
৫/১০ ডলারে কেমন রিচ আসতে পারে?
আপনি রিচ চান নাকি কাস্টমার এটা আগে জানতে হবে।
রিচ ডিপেন্ড করে আপনার পেজের কোয়ালিটি আর অ্যাক্টিভ ও টার্গেটেড ক্লায়েন্ট বেইজ লাইক ও ফলোয়ার আছে আপনার পেজে সেটার উপরে।
একটা বুষ্টে কখনো কোনো রেজাল্ট আশা করা উচিত নয় এই একটা বুষ্টে যদি আউটপুট খুব ভালো এসে যায় তাহলে আলাদা ব্যাপার। তবে মাথায় রাখতে হবে, যে কাজটি করবেন সেটা যেন পারফেক্ট হয়।
এই জন্য ভালো একটা কনসালটেন্সি নিয়ে এবং ধৈর্যের সাথে নিয়মিত কাজ করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে।