প্রশ্ন-০১- ফেসবুক বুস্ট কি?
উত্তর- এটার আসল নাম হলাে ফেসবুক পােষ্ট বৃষ্ট।মুলত কোন একটা নির্দিষ্ট পােস্ট/কন্টেন্ট ফেসবুক ইউজার দের কাছে পৌছে দেওয়া অর্থাৎ যারা ফেসবুক ব্যবহার করে, তাদের নিউজফিডে বুস্টকৃত পােস্ট টি দেখা যাবে, সেটি আপনার বাজেট অনুযায়ী।
বাজেট অনুযায়ী একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের। কাছে পােস্ট টি পৌছানাের জন্য করা হয় বুষ্ট, এটা থেকে আপনি লিড ও কাষ্টমার ম্যাসেজ পাবেন। মূলত সেল বৃদ্ধির জন্যই বুষ্ট করা হয়।
প্রমােট করা হয় মুলত পেজের লাইক ও ফলােয়ার বাড়ানাের জন্য এটা করলে আপনার পেজটি একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে পৌছাবে।
ব্যবহারকারীদের নিউজফিডে আপনার পেজের লাইক বাটন / ফলো বাটন সহ প্রদর্শিত হবে।সেখান থেকে সকলেই লাইক দিতে পারবে চাইলেই।
প্রশ্ন -৩- বুস্ট ও প্রমােটের মধ্যে বেসিক পার্থক্য কি?
বুস্ট শুধু মাত্র নির্দিষ্ট পােস্ট কন্টেন্ট(ইমেজ, ভিডিও,অ্যানিমেশন, লিখা) ব্যবহারকারীদের কাছে পৌছাবে।
আপনি যদি কোন প্রােডাক্ট সেল করতে চান, তাহলে সে প্রােডাক্ট এর পােস্ট টা বুস্ট করবেন যেন নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারী, প্রােডাক্ট এর পােস্ট দেখে এবং কিনতে আগ্রহী হয়।বুস্ট মূলত সেল। বৃদ্ধির জন্য করা হয়।