প্রশ্ন-৪- বুস্ট করা ভাল হবে নাকি প্রমােট করা ভাল হবে?
আমার মতে পেজ এ ১০০০০ অর্গানিক বা টার্গেটেড লাইক হলেই প্রমােট করার আর দরকার নাই, শুধু বুস্ট করবেন।
ধরুন আপনার পেজ এ ১০০০০ লাইক আছে, তারপরও আপনি যদি বুস্ট না করেন, তাহলে আপনার পােস্ট টি মানুষের কাছে পৌছাবে না। ১% অর্গানিক রিচ হয় এখন।
আবার আরেকজনের পেজ এ ২০০০ লাইক আছে, সে যদি কন্টিনিউ তার নতুন পােস্ট গুলাে বুস্ট করে, তাহলে তার রেগুলার একটা সেল আসবে, তার নতুন প্রােডাক্ট গুলাে সে তার নির্দিষ্ট কাস্টমারকে দেখাতে পারছে।
সুতারাং বুঝতেই পারছেন, কোনটা ভাল হবে। তাছাড়া বুস্ট করলেও আপনার কিছু লাইক আসবে পেজ এ, যেগুলাে একদম রিয়েল লাইক।আপনার প্রােডাক্ট কোয়ালিটি যদি ভাল হয়, আপনি এমনিতেই পরিচিতি পাবেন।পাবলিক আপনার পেজে যাবে, তাই আগে পেজ সাজান ভালাে করে তারপরে রিয়েল টার্গেট কাষ্টমার দেখে লাইক নিয়ে বুষ্ট করুন।
প্রশ্ন-৫- রিচ এর ব্যপার টা কি? আজীবন তাে জানলাম ধনী।
রিচ মানে হলাে মুলত পৌছানাে, এটা সবাই জানি। আপনি যখন টাকা দিয়ে আপনার পােস্ট বুস্ট দিবেন, তখন আপনার পােস্ট নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীদের কাছে পৌছাবে। এটাই হল রিচ। এই রিচ পােষ্ট ও পেজের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে।
প্রশ্ন-৬- বেশিদিন বুস্ট করলে বেশিরিচ হবে??
রিচ টা আসলে দিনে সাথে সম্পর্কযুক্ত না, রিচ এর সম্পর্ক টাকা এর সাথে।তবে যেকোন বুষ্ট বা প্রমােট লং টাইম ধরে করতে হয়।
ধরুন আপনি বুস্টের জন্য ৪ দিনে ৪ ডলার বাজেট করলেন, আরেকজন ৪ দিনে ১০ ডলার বাজেট করল, ২ জনের রিচের পার্থক্য আসবে অনেক ‘আপনি ডেইলি বাজেট যত বাড়াবেন, রিচ তত বাড়বে।
• কিভাবে টার্গেট কাস্টমারের কাছে পৌছাব?
• বেশি বাজেট হলেই কি বেশি সেল হবে?