সেই তুমি কেন এত অচেনা হল?
আইয়ুব বাচ্চুর এই গানটি গত ২৬ বছরে লক্ষ লক্ষ তরুন এবং তরুণী একবার হলেও শুনেছে।
কারন তাদের প্রায় সবার মনের কথা ফুটে উঠেছে এই গানে।
তো এই গানের সাথে এখানে সম্পর্ক কি?
আসলে এত লেখাপড়া করেও আমরা নিজের মাতৃভাষায় একটু লিখতে পারি না, পড়তে গেলে বোরিং
লাগে, ১০ জনের সামনে নিজের মত কথা বলতে অসহায় লাগে, ভয় লাগে, নার্ভাস লাগে।
১০-২০ বছর লেখাপড়া করার পরেও কেন আমাদের এই অবস্থা?
বাংলা ভাষায় সামান্য এসব দক্ষতা কেন এত অচেনা, এত দূরের মনে হয়? চারপাশের শিক্ষিত লোকদের
অন্তত অর্ধেকের এমন অবস্থা। এ নিয়ে কখনো গবেষণা হয় না। অনেক আগে থেকেই চলে আসছে হঠাত করে কিন্তু নয়।
স্যার বলেছেন আমাদের সকলের ই এই সব নিয়ে একটু বোঝার চেষ্টা করা উচিত কিংবা জানার চেষ্টা করা উচিত।
প্রতিদিন এক ঘণ্টা করে সময় দিলে ১ বছরে এই অবস্থা আসলেই বদলানো সম্ভব এটা স্যার চিন্তা করেছিলেন
আর আমরা এখন অনেকেই বুঝে গেছি।
কিন্তু সমস্যা হল বদলানোর তাগিদ আমাদের ভেতর থেকে আসতে হবে। ইন্টারনেট কে কাজে লাগিয়ে
লেখাপড়াতে অনেক ভাল কিছু করা যায়। সেটি ক্লাসের পড়া হোক, চাকুরির পরিক্ষা কিংবা ক্লাস, চাকুরির বাইরের পড়া।
ইন্টারনেট করায় হয়েছিল লেখাপড়ার সুবিধার জন্য।
অথচ আমরা সেটি বুঝতেই বেলা পার করে দিলাম।