এই প্র্যাকটিস করে কি শিখেছেন?
একাগ্রতা – যেহেতু আমাকে কলেজ আর অফিস সামলিয়ে একই সাথে পরিবার সামলে
একটি নিদৃষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে হয়েছে তাই আমি এই প্র্যাকটিস করতে যেয়ে একাগ্রতা টা নতুন করে শিখেছি।
ডিসিপ্লিন- আমি বরাবর ডিসিপ্লিন কাজের ব্যাপারে কিন্তু লাইফে গত ৪/৫ বছরে নিজের দিক
থেকে ফোকাস সরিয়ে ফেলেছি যার ফলাফল টের পাচ্ছি আমি।
এজন্য আমি আবারো ডিসিপ্লিন লাইফে ফিরতে চেয়েছি এই বছরের শুরু থেকে আর সেজন্য
আমাকে বাকী পয়েন্ট গুলির ছোঁয়া খুব দরকার ছিলো এজন্য আমি এই পন্থা কেই বেছে নিয়েছি।
ডেডিকেশন – কাজের প্রতি নিবেদন টা আমার বরাবর বেটার কিন্তু আমি ওই যে নিজের দিকে
ডেডিকেশন ও ফোকাস দিতে পারছিলাম না তাই এখন এটাও ঠিক করতে পারছি এই প্র্যাকটিস পোষ্টের মাধ্যমে।
ফোকাস – যেকোন কাজে আপনাকে ফোকাস হতে হবে আমি কিন্তু এই ১২২ টি পোষ্ট সব ই গত
৬০ ঘণ্টায় পড়েছি তারপরে আমার মত করে লিখেছি যেখানে ১০০ ভাগ স্বচ্ছতা ছিলো।
এমন না যে আগে থেকে আস্তে আস্তে লিখে এখন সব পোষ্ট করছিলাম।
তাই অন্য কাজের পাশাপাশি আমাকে এটা করতে হয়েছে।
এজন্য ফোকাস থাকা টা গুরুত্বপূর্ন ছিলো।
সেলফ কনফিডেন্স – সর্বোপরি হারিয়ে ফেলা সৌভিক কে ফিরে পেতে চেষ্টা করেছি।
Finally The Shark (অন্যদের দেয়া নাম) is Back on Track