বোঝে না সে বোঝে না
অনেক পরিচিত একটি গানের কলি থেকেই শুরু…
যে বা যারা কিছু বুঝতে চায় না তারা কখনো তা বুঝে না আর পরে যদিও বুঝে তখন চুপ হলেও
স্বীকার করতে চায় না! মানুষ বড়োই বিচিত্র এবং অকৃতজ্ঞ প্রানী!
স্যারের ই- ক্যাব প্রতিষ্ঠার শুরুতে অনেকেই অনেক কিছু স্যারকে বলেছে,হেসেছে।
কারু কোন কথা পাত্তা না দিয়ে স্যার তার কাজ করেছেন এবং ই-ক্যাব প্রতিষ্ঠিত করেছেন। যারা হেসেছিল এখন তারাই বেশি স্যারের কথা বলেন।
আসলে কেও কিছু করতে চাইলে আমাদের উচিত তাকে উতসাহ দেওয়া আমরা তা না করে উল্টো কাজ করতেই বেশি পছন্দ করি।
কেন যে আমরা উদার হতে পারি না
ফেসবুকের মাধ্যমে লেখাপড়া করার কথা অনেকেরই ভাবতে পারেন না। হাতে মোবাইল সব
সময় দেখলে সবাই মনে করে বাজে কাজে সময় নষ্ট এবং চোখের ক্ষতি করছে এই কথা আমাকেও শুনতে হয়।
অথচ আমি যে লেখাপড়া করি কেও বিশ্বাস করে না। মনে করে এখন আবার কিসের লেখাপড়া ?
প্রতিটি কাজের জন্য যে সে বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে তা এখনও অনেকে ভাবতে পারে না।আর
সে কারনেই হাসে বিদ্রুপ করে! এখন আর মোটা মোটা বই ঘেটে না পড়লেও খুব সহজেই সার্চ করে পড়া যায় কিছু লোক না জানলেও এখন অনেকেই জানেন।
জানেন অবশ্য রাজিব স্যারের কারনেই।ফেসবুকের মাধ্যমে লেখা পড়া করা যায় এটা স্যার প্রমান করেছেন।
ডিএসবি এখন লাখ লাখ সদস্যের এবং বিভিন্ন বয়সের তবুও সবাই লেখাপড়া করছে এখানে, খুশি খুশি মানে নিজের আনন্দেই এখানে আসে।