বেসিক রাইটিং প্র্যাকটিস পোস্ট – ১১৯

মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই।
কোন দিন কেউ যেন বলতে না পারে তোমার কোন বুদ্ধি নাই, ও রহমত ভাই”।
বিদ্যা বড় অমুল্য ধন, সবার চেয়ে দামি।
সকাল বিকাল পড়তে এসে জেনেছি তা আমি।
১১৯ এ আমি যে আমার জীবনের একটা হারানো স্মৃতিতে আটকে যাবো সেটা কল্পনায় ও ভাবতে পারি নাই।
ক্লাস এইটে পড়ার সময় আমাকে এই গানের রহমত ভাই চরিত্রে অভিনয় করতে হয়েছিলো তাই একটু হয়তো লিখেই ফেলবো।
আজ থেকে প্রায় ৪০/৪২ বছর আগে এদেশে সাধারণ মানুষের মুখে মুখে ছিল অশিক্ষিত সিনেমার এই কালজয়ী গানটি।
দস্তখত শব্দের অর্থ স্বাক্ষর বা সই বা যারা পড়তে ও লিখতে পারে সাধারণত তাদেরকেই স্বাক্ষর হিসাবে গণ্য করা হয়।
৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ১৯৬৫ সালে ইরানের তেহরানে ইউনেস্কোর উদ্যোগে ৮৯ টি দেশের শিক্ষাবিদ,
শিক্ষামন্ত্রী ও পরিকল্পনাবিদদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আলোচনা করা হয়
পৃথিবীর বর্তমান বিস্ময়কর সভ্যতায় শিক্ষার অবদান। শিক্ষা উন্নয়নের পূর্বশর্ত শ্রেষ্ঠত্বের নিয়ামক। মানব সম্পদ উন্নয়নে এর
কোন বিকল্প নেই। আধুনিক বিশ্বে সকল আবিষ্কার ও উন্নয়নের মূূলমন্ত্র হচ্ছে শিক্ষা।
শিক্ষাহীন মানুষ আর পশুতে কোন তফাৎ নেই। যার শিক্ষা নেই বলা যায় তার কিছু নেই। সম্মেলনে বিশ্বের সাক্ষরতা পরিস্থিতির
উদ্বেগজনক অবস্থা, শিক্ষা, শিক্ষাজীবন, জীবিকা ও বয়স্ক নিরক্ষরদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষা ও জীবিকা পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত উল্লেখ করে নিরক্ষরতাকে উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করে তা দূরীকরণে
জোর প্রয়াস নেয়ার আহ্বান জানানো হয়। মানব সম্পদ উন্নয়নে অব্যাহত শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা
সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্যে দিবসটি সারা বিশ্বের মত যথাযোগ্য মর্যাদার সাথে আমাদের দেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সাক্ষরতা হলো সব ধরনের সফলতার মূলনীতি।
আর আমাদের মাঝে এই ব্যাপার টিকে আবার জাগ্রত করেছে স্যার এর এই চেষ্টা।
ছবিতে আমার এই রকম ছাত্রের সাথে আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *