সিলেবাসের সন্ধ্যানে প্ল্যানের সন্ধানে
খুব ছোট বেলা থেকেই আমরা সিলেবাস নামক শব্দের সাথে পরিচিত।
একসময় স্কুলে একটা ছোট ধারাপাত বা নামতার বই কিংবা নামায শিক্ষার বই এর মত ১০/১৫ পাতার একটা বই দেয়া হতো যার নাম ছিলো সিলেবাস।
কি থাকে এই সিলেবাসে?
১ম ২য় ও ৩য় সাময়িক পরীক্ষা গুলির আগে কোন বই কোন পর্যন্ত পড়তে হবে?
ইংরেজী ও বাংলায় কতগুলি রচনা, প্যারাগ্রাফ কিংবা ভাব সম্প্রসারণ পড়তে হবে?
কোন কোন বাংলা ও ইংরেজী গ্রামার পড়তে হবে?
এক কথায় কি বোঝায়?
ঐ বছরের লেখাপড়া সংক্রান্ত সকল কর্ম পরিকল্পনা থাকতো সিলেবাসে।
তো এই বয়সে এসে আবার কেন ঐ সিলেবাসের নাম?
দেখুন আপনার লাইফের পুরো বছরের একটা সিলেবাস বা থাকা উচিত।
পুরো বছর?
কঠিন শোনা গেলো তাই না?
আসুন এটা কে এবার একটু প্ল্যানিং করে নিই।
ধরুন আপনি ২০২১ সাল কে নিয়ে পুরো ১২ মাসের প্ল্যান করলেন আপনার উদ্যোগ কে নিয়ে।
ধরুন-
জানুয়ারী তে আপনি আপনার পেজে নিয়মিত হবেন।
বিভিন্ন গ্রুপে নিয়মিত পোষ্ট করবেন।
পেজ কে সুন্দর ভাবে সাজাবেন।
এবং বিজনেসের উপযুক্ত করবেন।
ফেব্রুয়ারিতে আপনার পেজের রিচ বাড়াতে কাজ করবেন।
পেজ কে সকলের সামনে গ্রহন যোগ্য করে তুলবেন।
পেজে নিয়মিত ভাবেই পোষ্ট করবেন।
এমন করে পুরো ১২ মাসের একটা প্ল্যানিং করলেন।
এবার এই প্রত্যেক মাস কে সপ্তাহে হিসাবে ভাগ করুন কিংবা ১০ দিনের সেগমেন্টে ভাগ করুন।
১০ দিনের জন্য লক্ষ্য স্থির করুন এবং সেগুলি লিপিবদ্ধ করুন।
খেয়াল রাখুন পুরো ১২ মাসের প্ল্যান একত্রে করবেন।
কিন্তু এখানে ইন ডিটেইলস প্ল্যান করবেন ১০ দিন বা এক সপ্তাহ ধরে ধরে।
কেন?
কারন এতে উন্নতি চোখে আসবে এবং ভুল করে ইম্প্রুভ করার জায়গা ও থাকবে।
ধরুন কোন সপ্তাহে আপনি বেশি ব্যাস্ত থাকলেন তাহলে আপনার প্ল্যান এক্সিকিউট হলো না।
তাহলে পরের সপ্তাহ গুলিতে সেটিকে ভাগ করে নিন।
এতে ইফিসিয়েন্সি আসবে।
এটাই হলো মুলত সিলেবাস ও প্ল্যানিং।
বিস্তারিত লিখলে আর প্রেজেন্টেশন পোষ্ট থাকবে না।