এই পোষ্ট টি স্যার যেদিন লিখছিলেন সেদিন সকলের মনেই ছিলো উৎকন্ঠা আর তার কারন হলো সাইক্লোন ফনী।
১৯৯১ সালে জন্মের পর থেকে ২০০০ এর বন্যায় ভয়াবহতা ছাড়া আর তেমন কোন ভয়াবহতা সেভাবে দেখা লাগে নি আলহামদুলিল্লাহ।
তবে ফনীর ঐ সময়ে সকলের মাঝে যে উৎকন্ঠা কাজ করছিলো তা আমাকে ও ছুঁয়ে গিয়েছিলো।
তবে আসল ক্ষতিটা হয়েছিলো ফনীর পরেই মুলত আম্ফান ঝড়ে।
আমি আমার বয়সে এমম আতংকিত বাতাস আর দেখি নি।
সারা রাত কারেন্ট ছিলো না বাতাসের শব্দ এত বেশি ছিলো এদিকে আমার বাসার পুরো তিনটা বিল্ডিং জুড়ে শুধুই আমরা।
আমার ছেলেটা তো ঘুমাতেই চাই না।
বাবা এত জ্বোরে কেন শব্দ হয়?
বারবার ধাক্কা খাচ্ছিলো ছাদের উপরে দরজা (অন্য বাসার)
অনেক ক্ষতি হয়েছিলো চারিপাশে, আমার অফিসের ইন্টারনেট সংযোগ আর ইলেকট্রিসিটি সংযোগ ও বন্ধ ছিলো দুই দিন।
আলহামদুলিল্লাহ উপর ওয়ালা সব কিছু সামলে নিয়ে চলার তৌফিক দিয়েছেন।