মাথা মোটা হওয়া খারাপ কিছু না
এই মাথা মোটা বলতে মুলতে যারা একটু কম বোঝে তাদের কে বোঝানো হয়েছে।
আমি অবশ্য এই মাথা মোটাদের দলে পড়া একজন যার সব কিছুই বুঝতে একটু সময় লাগে।
তবে হ্যাঁ আমি যদি একবার কিছু আমার মত করে বুঝি তাহলে সেটা অন্যদের বোঝাতে সময় লাগবে না।
একটু দেরিতে বোঝা দোষের কিছু না, কারন এতে যে উপকার টা পাওয়া যায় তা হলো একটু ভালো করে বোঝার সুযোগ পাওয়া যায়।
যেমন ধরেন আমি একটা আর্টিকেল একবার পড়ে বুঝি নি যা হয়তো অনেকেই একবারেই বুঝে গেছে।
এক্ষেত্রে কি হবে যিনি একবার পড়েছেন আর যিদি দুইবার পড়লেন তার মধ্যে একটু কিন্তু জানার পার্থক্য থাকবেই।
তাই আসলেই মাথা মোটা হওয়া দোষের কথা না।
যেমন আমি আজ তিন দিন এই পোষ্ট গুলি করার নেশায় সব কাজ অফ রেখেছি যা হয়তো অনেকের ই করা লাগবে না।
আবার মাথা মোটা ও বলবে অনেকেই কারন এতে বিজনেস ডিল অনেক গুলা বাদ রয়েছে।
ওনারা হয়তো ফেড আপ হবেন কিন্তু আমি যে মাথা মোটা তাতে আমার চিন্তা হলো যার আমার সাপোর্ট ভালো লাগবে তিনি হয়তো আমার জন্য ওয়েট করবেন।
কারন আমি আমার কাজের কোয়ালিটি নিয়ে আত্নবিশ্বাসী।