বেসিক রাইটিং স্কিল প্রাকটিস পোস্ট – ১১৪

 
নিচের লেখাটি একটি বিদেশি ওয়েবসাইট থেকে জয়া আপুর করা অনুবাদের আলোকে।
হীনমন্যতা বোধ মানুষ কে সব কিছু করা থেকে বিরত রাখে।আত্মবিশ্বাস নষ্ট করে দেয়।
আমাদের ব্যর্থতার কারনই হচ্ছে আত্মবিশ্বাস তৈরি করতে না পারা।তবে একবার যদি
কোন ঘটনার পরিপেক্ষিতেও নিজেকে জানার একটা সুযোগ গ্রহন করা হয় তাহলেও দারুণ ভাবে নিজের পরিবর্তন করা যায়।
গল্পে জিম ক্যাথ কার্ট পেরেছিলেন। আর্ল নাইটিংএল এর আওয়ার চ্যালেন্জিং ওয়ার্ল্ড শো
টি রেডিও তে শুনে তার একটি কথা, ” আপনি যদি আপনার পছন্দের বিষয় অধ্যায়নে
প্রতিদিন অতিরিক্ত ১ঘন্টা সময় দেন,পাঁচ বছর বা তারও কম সময়ের মধ্যে আপনি সেই
দিকে জাতীয় বিশেষজ্ঞ হবেন।”জিম কে বদলে দিয়েছিল। প্রতিদিন তিনি কথাটা নিয়ে ভাবতেন
এবং যা তিনি পছন্দ করেন তা করা শুরু করে ৬ মাসের আগেই সফলতা দেখতে পান জিম।তিনি এখন ২৫০০ টি বেশি বক্তৃতা দিয়েছেন।
অর্থাৎ আমরা নিজেরাও যদি নিজেদের ভাল লাগা কাজ নিয়ে লেগে থাকি।তাকে সময় দিই তাহলে
আমাদের পক্ষেও সম্ভব সফলতা৷ নিয়ে আসা নিজের জীবনে।
তা না করে আমরা ভাগ্য কে দোষ দিই অথবা অন্যকে দোষ দিই নিজের পরিবর্তন না করে।
নিজেকে পাল্টাতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে,নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে এবং নিয়মিত সময় দিতে হবে নিজ কাজে।তবেই সম্ভব সফলতা।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *