বেসিক রাইটিং স্কিল প্র্যাকটিস পোস্ট – ১১৬

 
অপু ও অনুর গল্প
স্যার এর ডাক নাম অপু তা আবার অনেকে জানে না (আমি ও জানতাম না)
অনু আপুর আসল নাম অনুপমা তাও মনে হয় অনেকে জানে না (আমি সেই দলেই)।
সবাই তাকে অনু আপু নামেই চেনে। অনু আপুকে নিয়ে স্যার ১০০০ এর বেশি পোস্ট দি্যেছেন।
২০১৭ সালের ১৩ মে তারিখে সার্চ ইংলিশ গ্রুপে অনু আপু যোগ দেন। একদম কিছুই পারতেন না।
সেসব কথা অনেকবার স্যার তার পোষ্টে বলেছেন। অনু আপুও বলেছেন।
তখন যারা অডিও আড্ডাতে ছিলেন তারা অনু আপুর অবস্থাও দেখেছেন (কিন্তু আমি দেখি নাই)।
তবে অনু আপু বুঝতে পেরেছিলেন যে সার্চ ইংলিশ তার জীবনে বদলাতে পারে।
রাজিব আহমেদ স্যার অনু সরকার আপুকে গাইড করে চ্যাম্পিয়ন বানাতে পারে তাও তিনি বুঝেছিলেন এবং সেই থেকে প্রায় ২ বছর ধরে স্যার এর সব কথা মানার চেষ্টা করেছেন।
অনু আপুর অর্জন কি?
তেমন কিছু না হয়তো। মিডিয়াতে ঘটা করে ফলাও করে প্রচার করার মত কিছু না। কিন্তু আমি তো জানি তিনি কতদুর এগিয়েছেন।
এখন সার্চ ইংলিশের ইভেন্ট গুলোতে ১০০ জনের সামনে কথা বলেন, সার্চ ইংলিশের নিয়ম বর্ননা করেন। কিভাবে ইংলিশ রিডিং
এর দিকে দক্ষ হওয়া যায় এ নিয়ে বলেন। অথচ তিনি ফিশারিজ নিয়ে লেখাপড়া করেছেন।
যেহেতু শূন্য থেকে উঠে এসেছেন তাই তার কথা সবার মনের অনেক বেশি গভীরে যায়।
অনু আপু অনেক কিছুই করেছেন এবং সামনে আরো করবেন। কিন্তু তার থেকেও বড় কথা হল ফেসবুকের মাধ্যমে লেখাপড়া সম্ভব,
জীবন বদলানো সম্ভব তা তিনি ভাল মত করে দেখিয়েছেন। অনেকেই এর মূল্য হয়তো বুঝবে না।
এ গল্প থেকে আমাদের জন্য শেখার কি আছে?
সৎ ভাবে পরিশ্রম করলে তার সুফল পাওয়া যায় একই সাথে ,
নিজেকে পাল্টাতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে,নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে এবং নিয়মিত সময় দিতে হবে নিজ কাজে।তবেই সম্ভব সফলতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *