ফেসবুকের মাধ্যমে লেখাপড়া সম্ভব
ধুর কি সব বলে আজকাল কার ছেলেমেয়েরা।
ফেসবুক হলো সময় নষ্ট করার কারখানা।
ফেসবুক হলো তরুন ছেলেমেয়েদের নষ্ট করার জায়গা।
এই সকল কথা ই তো শোনা যায় ফেসবুক কে নিয়ে।
সত্যি টা হচ্ছে পৃথিবীর সকল কাজের ই ভালো ও মন্দ দুইটা দিক আছে আপনার দায়িত্ব হচ্ছে ভালো দিক টা খুজে নেবার।
আর এই কাজ টা করতে দরকার হয় একটা ভালো চিন্তা আর ভালো মানসিকতার।
এই কাজ টি সবার আগে করে দেখিয়েছেন
Razib Ahmed
স্যার ওনার সার্চ ইংলিশ গ্রুপের মাধ্যমে।
এর পরেই এলো ডি এস বি এর কথা।
এখন অনেকেই এই চর্চা করছেন যেমন ২০১৫ থেকে আমার ICT CARE ও কিন্তু IT Related লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন টেকনোলজির পড়ালেখা চালিয়ে আসছে।
আর করোনার সময়ে তো সকলেই লেখাপড়া চালাচ্ছেন ই অনলাইনে- জুম,ফেসবুক লাইভ,ইউটিউব কিংবা গুগল মিটে অথবা অন্য কোন প্ল্যাটফর্মে।
কিন্তু লেখাপড়ার সাড়া টা কিন্তু ফেসবুক থেকেই ছড়াচ্ছে বেশ।
এই রেশ ছড়িয়ে পড়ুক মন থেকে মনে, পরিবার থেকে পরিবারে।
সুস্থ মানসিকতার সাথে চলতে থাকুক লেখাপড়া।