নিজের একটি স্বপ্ন কে নিয়ে
এর আগে একটা পোষ্টে স্যার যখন ৫ টি স্বপ্ন কে নিয়ে বলতে বলেছিলেন তখন ই লিখেছিলাম আমার স্বপ্ন গুলিকে নিয়ে।
যদি একটি স্বপ্নকে নিয়ে আলাদা করে বলতে বলা হয় সেটা অবশ্যই এখন Dreaming Platform Bangladesh (DPB)
এই গ্রুপ কে নিয়ে আমার স্বপ্ন টা ই এমন যে একজন উদ্যোক্তা যখন শুরু করেন স্বাভাবিক ভাবেই তার জন্য শুরু করা টা কঠিন।
কিভাবে কি করবেন সেটা বোঝার জন্য তো ডি এস বি আছেই এর সাথে যদি একটা গাইডলাইন তৈরি করা যায় যা আপনাকে সব
সময় গাইড করবে এটার পর এইটা করুন একই সাথে প্ল্যানিং করা সেই ভাবে কাজ করতে যাওয়া এবং বাধা গুলি থেকে কিভাবে
পরিত্রান পেতে পারি সেটা ও একটা ব্যাপার।
আচ্ছা ধরুন একজনের রিডিং পড়া টা আয়ত্বে আছে কিন্তু উনি ফেসবুক বা মোবাইলে এভাবে অভ্যস্ত নন কিংবা উনি আসলেই
নিজেকে নিয়ে চিন্তিত থাকেন যে এত মানুষের ভিড়ে কি নিজেকে চেনানো সম্ভব?
আসল উদ্দেশ্য ই হলো এই ভিতীগুলি কাটিয়ে তুলতে সাহায্য করা।
শুধু মাত্র একে অপর কে সাহায্য করে এগিয়ে নিয়ে যাওয়া।
একটায় কাজ আর তা হলো সারা দেশের সকল উদ্যোক্তা দের দরকার না।
দরকার হলো কিছু সৎ মানুষ কে এই উদ্যোক্তা জীবনের শুরুতেই ঠকতে না দেয়া।
Razib Ahmed
স্যার যেমন স্বপ্ন দেখেছেন সবাই পড়বে আর শিখবে ফেসবুক থেকে।
আমি না হয় স্যার এর দেখানো পথে কাজ টা আরো একটু এগিয়ে নিয়ে গেলাম
স্যার এর নাম কে বয়ে নিয়ে বেড়ানোর জন্য অনেক মানুষের ভীড়ে না হয় আমি নিজেও একটু সামিল হলাম।
স্যার এর দোয়া আর আপনাদের মত সকলের উৎসাহ ও দোয়া থাকলে অবশ্যই সেটা সম্ভব বলেই আমি মনে করি।