বেসিক রাইটিং স্কিল প্র‍্যাকটিস পোষ্ট – ১২২

 
ফাইনালি!
পাইলাম আমি অবশেষে ইহাকে পাইলাম
অবশেষে আমি আমার স্থির করা লক্ষ্যে এসে পৌছালাম।
এখন থেকে ঠিক ৬০ ঘন্টা আগে আমি সিধান্ত নিয়েছিলাম যে আমি নতুন বছরে সম্পূর্ন নতুন ভাবেই আমাকে সাজাবো।
ভাবছিলাম কি করা যায়?
তার ও আগে ভাবলাম কি আমি আসলে করতে চাই?
✅ একাগ্রতা
✅ ডিসিপ্লিন
✅ ডেডিকেশন
✅ ফোকাস
✅ সেলফ কনফিডেন্স
ভেবে দেখলাম এই সব কিছু সহ আমি নিজেকে ব্যাক করাতে পারবো কিভাবে?
সলিউশন পেলাম ১৫ মিনিটের মধ্যেই তাও সকালে ঘুম থেকে উঠে চোখ মেলেই ফোন হাতে
নিয়ে ঢুকলাম ফেসবুকে আর আগে থেকেই সেভ করে রাখা ১০ মিনিট রাইটিং স্কিল পোষ্টের লিঙ্কে ক্লিক করে শুরু করে দিলাম পড়া আর তারপরে লেখা।
আমার পোষ্ট করা দেখে পরিচিত অনেকেই ধারনা করেছিলেন যে আজ ঝড় উঠেছে কিন্তু
আমি আসলে নিজেকে নিজের কাচেহ প্রমানের জন্য ই ব্যাস্ত ছিলাম।
কারন অনুপ্রেরনা তো কম নেই পাবার মত যেখানে

Razib Ahmed

স্যার এর সব শেষ পোষ্টেই রয়েছে এমন চমক।

চলুন দেখে আসি –
২০১৭ সালে ফেসবুক কর্তৃপক্ষ সার্চ ইংলিশ গ্রুপ কে নিয়ে ভিডিও তৈরি করেন এবং তার প্রচার করেন।
তার ই ধারাবাহিকতায়-
ফেসবুক কতৃপক্ষ শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যারকে ফেসবুক কমিউনিটি লিডার নির্বাচন করেছেন। এই সংবাদ আমি জানি ঐ দিন প্রকাশিত নিউজ থেকেই।
বিশ্বের ৪৬টি দেশের ১১৫ জনের মধ্যে ছিলেন আমাদের বাংলাদেশের রাজিব আহমেদ স্যার, যিনি আমাদের গর্বের ও জায়গা।
এটা কিন্তু স্যার এর এক দিনের পরিশ্রমের ফল নয় এটা ২০ বছর সার্ভাইভ করার স্বীকৃতি।
আমার মাত্র ৬ চলছে।
পুরো ৬০ ঘন্টা সময় জুড়েই আমাকে অনুপ্রেরনা জুগিয়ে গেছেন কিছু মানুষ, যারা আমায় সব সময়
সাপোর্ট করেছেন এবং নিয়মিত ম্যাসেজ করে খোজ নিয়েছেন পোষ্ট কতদুর হলো বা কখনা সবে নতুন টা?
সেই মানুষ গুলির মাঝে অন্যতম হলো

Abida Khan Shompa
Ferdousi Akhter
Sabera Kabir

আপু ও

Shamima Sultana

আপু যারা আমার সব গুলি পোষ্টে কমেন্ট করেছেন।

এছাড়া নিয়মিত কমেন্ট করেন

Ratna Rani Dev
Swapna Ahmed
Taslima Alam Munia
Taslima Ferdoush Fuara
Adhora Chowdhury
Nadira Rahman Dipu
Shanzida Afrin Kanta
Fatima Tazul
Amena Bakul
Norin Chow
Giasuddin Roni
Md. Ibnul

ভাই ও

Sheema Akter

আপু।

আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে কারন আপনারা নিয়মিত কমেন্ট করে উতসাহ দিয়েছেন।
রাত ৩ টার সময় ১০০ পুর্ন হয় তখন ছিলেন আমার পাশে ছিলেন সকলে।
আমার জার্নিটা শেষ করতে যেয়ে আমি আসলে স্যাক্রিফাইস করেছি অনেক কিছুইকেই কিন্তু আমি আসলেই চেয়েছি আমার মাঝের পরিবর্তন টা কে।
সব কিছুর জন্য আলহামদুলিলাহ।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *